ব্যাখ্যা: এটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি।\nযে মাটিতে শতকরা ৪০ ভাগ থেকে ৫০ ভাগ কর্দম কণা থাকে তাকে এঁটেল মাটি বলে। এঁটেল মাটির ভারী মাটির বলে। এই মাটির সচ্ছিদ্রতা কম। তাই এর পানি ধারণ ক্ষমতা বেশি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।