সঠিক উত্তর হচ্ছে: ২-৮ জানুয়ারি ২০২১
ব্যাখ্যা: দেশে প্রকৃত জনসংখ্যা কত তা জানতে দেশব্যাপী ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার কাজ শুরু হবে আগামী ২০২১ সালের ২ জানুয়ারি। দিন-রাত ২৪ ঘণ্টা এই শুমারির কাজ চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এবারের জনশুমারিতে প্রথমবারের মতো বিদেশের মাটিতে কতসংখ্যক বাংলাদেশি অবস্থান করছে তা গণনা করা হবে। একই সঙ্গে বাংলাদেশের মাটিতে কতসংখ্যক বিদেশি অবস্থান করছে তা-ও বের করা হবে। এর আগে ১৯৭৩ সাল থেকে যতবার আদমশুমারি হয়েছিল, কখনো এই উদ্যোগ নেওয়া হয়নি। ২০১৩ সালে পরিসংখ্যান আইন অনুমোদনের মাধ্যমে আদমশুমারির পরিবর্তে নতুন নাম রাখা হয়েছে জনশুমারি।