সঠিক উত্তর হচ্ছে: টেংকু আব্দুর রহমান
ব্যাখ্যা: ইসলামি সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামি সংস্থা। পূর্বে সংস্থাটির নাম ছিল ইসলামি সম্মেলন সংস্থা। ১৯৬৯ সালে গঠিত সংস্থাটিতে ৫৭টি দেশ প্রতিনিধিত্ব করছে যার মধ্যে ৪৯টি মুসলমান প্রধান দেশ।\nপ্রশাসনিক কেন্দ্রঃ\nসৌদি আরব জেদ্দা, সৌদি আরব\nদাপ্তরিক ভাষাসমূহঃ\nআরবি, ইংরেজি, ফরাসি\nধরনঃ\nধর্মীয়\nসদস্যঃ\n৫৭টি সদস্য রাষ্ট্র\nনেতৃবৃন্দঃ\n• মহাপরিচালক বর্তমান\nহোসেইন ইব্রাহীম তাহা\nপ্রতিষ্ঠিতঃ\n• সনদে স্বাক্ষর\n২৫ সেপ্টেম্বর ১৯৬৯\nপ্রথম মহাপরিচালক নাম- টুংকু আব্দুর রহমান \nদেশ- মালেশিয়া। কার্যকাল- শুরু- ১৯৭০, কার্যকাল শেষ ১৯৭৪\n[তথ্যসূত্রঃ পাকিস্তান অবজার্ভার]