সঠিক উত্তর হচ্ছে: লক্ষণাবতী
ব্যাখ্যা: বখতিয়ার খলজী ১২০৪ সালে নদীয়া জয়ের পর গৌড় বা লক্ষণাবতীর দিকে অগ্রসর হন। তিনি লক্ষণাবতী জয়ের পর সেখানেই রাজধানী স্থাপন করেন। এর দুই বছর পর অর্থ্যাৎ ১২০৬ সালে তিব্বত অভিযানে বের হন। অভিযান চলাকালে ১২০৬ সালেই আলী মর্দান নামে তারই একজন আমীর তাকে হত্যা করে ক্ষমতা দখল করে নেন। সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।