সঠিক উত্তর হচ্ছে: সি-এফ-সি
ব্যাখ্যা: CFC এর পূর্ণরুপ হল ক্লোরোফ্লোরোকার্বন। \nক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি) নামের এই রাসায়নিক ফ্রেয়ন নামে বেশি পরিচিত হয়ে ওঠে। এই রাসায়নিক বাতাসে ছড়িয়ে ওজোন স্তরের ক্ষতি করে। ১৯৮৭ সালের একটি আন্তর্জাতিক চুক্তিতে সিএফসি গ্যাস উৎপাদন নিষিদ্ধ করা হয়। তবে এরপরও প্রতিবছর অক্টোবরে অ্যান্টার্কটিকার ওপরে ওজোন স্তরে ক্ষত দেখা যায়।\n[তথ্যসূত্রঃ প্রথম আলো পত্রিকা ]