সঠিক উত্তর হচ্ছে: ১২ঃ২০
ব্যাখ্যা: মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। যেমন: ৩ঃ৪ এবং ৪ঃ৫ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (৩ × ৪): (৪ × ৫) = ১২ঃ২০।