ব্যাখ্যা: আয়তনের দিক থেকে বায়ুমন্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ ৯৮.৭৩ শতাংশ। নাইট্রোজেন আছে ৭৮.০২% আর অক্সিজেন ২০.৭১%। আরগন ০.৮%, কার্বন ডাই অক্সাইড ০.০৩%, জলীয় বাষ্প ০.৪১%। \n[সূত্রঃ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।