সঠিক উত্তর হচ্ছে: জ্বর
ব্যাখ্যা: জ্বর এর সাথে জ্বর শব্দ যোগ করলে সামান্য ভাব প্রকাশ পায়। যেমন:\nআমি আজ জ্বর জ্বর বোধ করছি। অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব।\nএকই শব্দ দুইবার ব্যবহার করার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থপ্রকাশ পায়। একেই বলে দ্বিরুক্ত শব্দ।