সঠিক উত্তর হচ্ছে: তৎপুরুষ
ব্যাখ্যা: তৎপুরুষ সমাস \nপূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১২; ঢাকা বিশ্ববিদ্যালয় (গ ইউনিট) : ১৪-১৫] এবংযে সমাসে পরপদের [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩; প্রাক-প্রাথমিক প্রধান শিক্ষক: ১২] অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন- \nবিপদকে আপন্ন = বিপদাপন্ন, বইকে পড়া = বই পড়া [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩; বাংলাদেশ টেলিভিশন এবং বিজ্ঞাপন অধিকারিক: ০৬]