সঠিক উত্তর হচ্ছে: ১৮
ব্যাখ্যা:
করিম ১ ঘন্টায় যায় ৩ মাইল। এবং আগে রওনা দেওয়ায় বাকি থাকে (৪৫-৩) = ৪২ মাইল
উভয়ে একত্রে ১ ঘন্টায় অতিক্রম করে (৩+৪) = ৭ মাইল
উভয়ে একত্রে ৪২ মাইল অতিক্রম করে ৪২/৭ = ৬ ঘন্টায়
৬ ঘন্টায় করিম ঢাকা থেকে টাঙ্গাইল অভিমূখে ৬X৩ = ১৮ কিমি হেটে রহিমের সাথে দেখা হয়।