সঠিক উত্তর হচ্ছে: মায়ানমার-থাইল্যান্ড ও লাওস
ব্যাখ্যা: লাওসের উত্তরাঞ্চল, থাইল্যান্ড ও মিয়ানমারের কিয়দংশ মিলেই গোল্ডেন ট্রায়াঙ্গল। আফিম ও হেরোইন বাণিজ্যে এক সময় কুখ্যাত ছিল অঞ্চলটি। পৃথিবীতে আফিমের মোট চাহিদার অর্ধেকের বেশি জোগান আসত এই অঞ্চল থেকে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিসের তথ্য মতে, ১৯৯৩ সালে মিয়ানমার একাই উৎপাদন করেছিল ১৮০০ মেট্রিক টন আফিম। এর এক দশক পর তিনটি দেশই মাদক নিধন কর্মসূচি গ্রহণ করায় ফল এসেছিল হাতেনাতে। দক্ষিণ-পূর্ব এশিয়াতে বছরে আফিম উৎপাদন নেমে এসেছিল ৩৫০ মেট্রিক টনে। গোল্ডেন ট্রায়াঙ্গলে ব্যাপক নজরদারির কারণেই দারুণ লাভজনক পপি চাষের বিস্তার ঘটেছিল আফগানিস্তান ও কলম্বিয়ায়।