সঠিক উত্তর হচ্ছে: ১৭.৭ কি.মি.
ব্যাখ্যা: ধরি,
\nনির্দিষ্ট স্থান A থেকে ১২ কিমি পশ্চিমে B বিন্দু থেকে ১৩ কিমি উত্তরে C বিন্দু।
\nতাহলে, দূরত্ব AC নির্ণয় করতে হবে।
\nপীথাগোরাসের উপপাদ্য অনুসারেঃ
\nAC = √ (AB^2 + BC^2)
\n = √ (12^2 + 13^2)
\n = √ (144+169)
\n = 17.69 = 17.7 কিমি (প্রায়)