সঠিক উত্তর হচ্ছে: সবগুলো
ব্যাখ্যা: সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়ঃ ১. সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ ২. মত প্রকাশের স্বাধীনতা ৩. শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান ৪. জবাবদিহিতামূলক জনপ্রশাসন ৫. জনসম্মতি ৬. সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহন ৭. স্পষ্টতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা ৮. অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা ৯. আইনের শাসন প্রতিষ্ঠা ১০. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা ১১. শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠা ১২. সহিংসতা পরিহার ইত্যাদি। উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।