সঠিক উত্তর হচ্ছে: লে.আব্দুর রৌফ
ব্যাখ্যা: আগরতলা ষাড়যন্ত্র মামলার ৩৫ তম আসামী ছিলেন লে.আব্দূর রৌফ। প্রথম আসামী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২য় আসামি ছিলেন লে.কমান্ডার মোয়াজ্জেম হোসেন। ৩ ফেব্রুয়ারী,১৯৬৮ সালে বঙ্গবন্ধু সহ মোট ৩৫ জন আসামীকে অভিযুক্ত করে এটি দায়ের ক্ক্রা হয়। আগারতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়- ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]