সঠিক উত্তর হচ্ছে: দক্ষিণ সুদান
ব্যাখ্যা: জাতিসংঘ সাধারণ পরিষদ নতুন রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী দক্ষিণ সুদানকে ১৯৩তম সদস্য হিসাবে স্বীকৃতি দিয়েছে।\n\n১৫ জাতি নিরাপত্তা পরিষদে এক প্রস্তাবনায় দক্ষিণ সুদানকে জাতিসংঘ সদস্যপদ পর দেশটিকে সদস্য রাষ্ট্র করে নেওয়া হলো।\n\nগত ৯ জুলাই শনিবার দক্ষিণ সুদান নামে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সুদানের দক্ষিণ অংশ।\n\nগত জানুয়ারিতে সুদানের দক্ষিণ অংশে অনুষ্ঠিত গণভোটের মধ্য দিয়ে নতুন এ রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে।\n\n\n[তথ্যসূত্রঃ un.org]