সঠিক উত্তর হচ্ছে: পুরষ্কার
ব্যাখ্যা: বাংলা বানানের নিয়ম অনুযায়ী কিছু বানানের দুটি রূপ শুদ্ধ। এই হিসাবে মর্ত্য ও মর্ত উভয় ই শুদ্ধ। এমন আরো কিছু বানানের উদাহরণ হলো- কুটির, কুটীর, কিশলয়, কিসলয়, নিমিষ, নিমেষ, রজনি,রজনী, পাখি,পাখী, তরণি,তরণী, দেবকী, দৈবকী, বাড়, বাড়ী ইত্যাদি। পুরষ্কার বানান টির শুদ্ধ রূপ হবে পুরস্কার।[তথ্যসূত্রঃ ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর]