ব্যাখ্যা: ধরা যাক, সরলরেখার এক-চতুর্থাংশ এর দৈর্ঘ্য =ক, তাহলে এর উপর অংকিত বর্গের ক্ষেত্রফল হবে=ক^২, আর সরলরেখার দৈর্ঘ= ৪ক, তাহলে সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল =(৪ক)^২=১৬ক^২ অর্থাৎ ১৬ গুন উত্তর।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।