সঠিক উত্তর হচ্ছে: প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল
ব্যাখ্যা: সাধারণত বাংলা ভাষায় প্রবাদ-প্রবচনগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে তার বিকৃতি বা রূপের পরিবর্তন করা হলে তা ভুল বলে গণ্য হবে।যেমন- \'গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না\' -বাক্যটিতে প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে।সঠিক বাক্যটি হবে - \'ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না\'। [তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ১ম খণ্ড]