নিচের অপশন গুলা দেখুন
- অলুক তৎপুরুষ
- দ্বিগু কর্মধারয়
- অলুক বহুব্রীহি
- সংখ্যাবাচক বহুব্রীহি
\'চতুর্ভুজ = চার ভুজ যে ক্ষেত্রের।\' সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে উদাহরণ।
- যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
যে তৎপুরুষ সমাসের বিভক্তি লোপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ।
যেমন,
- তেলে ভাজা = তেলেভাজা।
যে কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয়, সেগুলোকে দ্বিগু কর্মধারয় সমাস বলে।
যেমন,
- চার রাস্তার মিলন = চৌরাস্তা।
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ন থাকে, তাকে অলুক বহুব্রীহি বলে।
যেমন,
- গায়ে এসে পড়ে যে = গায়েপড়া
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।