সঠিক উত্তর হচ্ছে: ৪টি
ব্যাখ্যা: ৩, ৪ এবং ৬ এর ল.সা.গু = ১২ \r\n\r\n⁂ মোট কলমের সংখ্যা ১২ দ্বারা বিভাজ্য হলে তা ৩, ৪ এবং ৬ জনের মধ্যে ভাগ করে দেয়া যাবে। \r\n \r\nপ্রশ্নে যেহেতু ২৬০টি কলম আছে, এবং যোগ করার কথা বলা হয়েছে তাহলে ২৬০ এর পর পরই যে সংখ্যাটিকে ১২ দিয়ে ভাগ করা যাবে সেটি বের করতে হবে। \r\n\r\nএখন ১২ ) ২৬০( = ভাগফল ২১ এবং ভাগশেষ ৮। তাহলে ১২দিয়ে ভাগ করার জন্য আরো লাগবে ১২-৮ = ৪টি (অর্থৎ ৪টি হলে আবার ১২ দিয়ে ভাগ করা যাবে) উত্তর: ৪টি