নিচের অপশন গুলা দেখুন
- ডিভিড - ১৯
- নভেল করোনা
- কভিড - ১৯
- স্পাইক পেপলোমার
সাম্প্রতিক সময়ে চীনে ছড়িয়ে পড়া নতুন একটি প্রাণঘাতী ভাইরাস হলো করোনাভাইরাস, যার নামকরণ করা হয়েছে 2019 Novel Coronavirus (2019-nCoV)।
WHO এই ভাইরাস সৃষ্ট রোগের নাম দেয় COVID-19।
এই নামের মধ্যে CO দিয়ে করোনা, VI দিয়ে ভাইরাস, D দিয়ে ডিজিজ (রোগ) বোঝানো হচ্ছে। আর 19 থাকছে ভাইরাস ছড়ানোর সময় হিসেবে ২০১৯ সালকে চিহ্নিত করার জন্য।
উৎসঃ সাম্প্রতিক সমাচার