সঠিক উত্তর হচ্ছে: ফিলে
ব্যাখ্যা: পৃথিবী থেকে ৫১ কোটি কিলোমিটার দূরের একটি ধূমকেতুতে পৌঁছেছে মানুষের তৈরি অনুসন্ধানী রোবট ‘ফিলে’।১২ নভেম্বর ২০১৪ ইউরোপীয় মহাকাশ সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) পাঠানো ‘ফিলে’ ‘কমেট ৬৭/পি/চুরিউমভ-গেরাসিমেনকো’ নামের ধূমকেতুর পৃষ্ঠে অবতরণ করে, যা বরফ ও ধুলাবলিতে ঘেরা।