সঠিক উত্তর হচ্ছে: মেঘনাদ
ব্যাখ্যা: মেঘনাদবধ কাব্য বীরবাহুর মৃত্যুসংবাদ থেকে প্রমীলার চিতারোহন পর্যন্ত মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্নিত।এ কাব্যের কাহিনী সৃজন করা হয়েছে নায়ক মেঘনাদ চরিত্র কে অবলম্বন করে।\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]