সঠিক উত্তর হচ্ছে: গাটেশন
ব্যাখ্যা: হাইডাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে গাটেশন বলে।
\nপরিবহন কলার বিশেষ কোষগুলো যা বহিঃত্বকের নিচে এক বা একাধিক প্রকোষ্ঠ বা সাব-স্টোমাটাল বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরিতে উন্মুক্ত থাকে যাদের এপিথেম কোষ বলা হয়।
\nপ্রস্বেদন হচ্ছে একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ হতে জল বাষ্পাকারে বের হয়ে যায়।
\nশ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। এ প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে।\n\n