সঠিক উত্তর হচ্ছে: ১৯
ব্যাখ্যা: বর্তমানে জিডিপির খাত (২০১৫-১৬) মোট ১৯ টি। সর্বশেষ ভিত্তি বছর ছিল ২০০৫-০৬। তখন খাত ছিলো ১৫ টি। প্রতি ১০ বছর পরপর দেশের অর্থনীতির সূচকের ভিত্তি বছর পরিবর্তন করা হয়। গত ৮ ফেব্রুয়ারী, ২০২২ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০১৫-১৬ অর্থবছর কে ভিত্তি বছর হিসবে প্রকাশ করে।[তথ্যসূত্রঃ প্রথম আলো]