সঠিক উত্তর হচ্ছে: পিতল
ব্যাখ্যা: যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বকে পরিণত করা যায়, তাদের চৌম্বক পদার্থ বলে। যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদের চুম্বকে পরিণত কারা যায় না, তাদের অচৌম্বক পদার্থ বলে। উদাহরণ: ইস্পাত, লোহা, নিকেল, কোবাল্ট বাদে প্রায় সব ধাতুই অচৌম্বক পদার্থ।