সঠিক উত্তর হচ্ছে: আকাল
ব্যাখ্যা: সুকান্ত ভট্টাচার্য এর জীবিত অবস্থায় প্রকাশিত একমাত্র কাব্যগ্রন্থের নাম আকাল। ১৯৪৩ সালে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। মূলত পঞ্চাশের মন্বন্তর এই সংকলন এর কবিতা গুলোর মূল প্রেরণা। বিভিন্ন পত্রিকা থেকে সংকলন ও সম্পাদনা করে এই কবিতাগুচ্ছের একটি মূল্যবান ভূমিকা লিখেছিলেন সুকান্ত। ১৯৬৬ সালে সুভাষ মুখোপাধ্যায় এর ভূমিকা সহ এর নতুন সংস্করণ প্রকাশিত হয়।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,সৌমিত্র শেখর]