নিচের অপশন গুলা দেখুন
- ক খ
- দ ধ
- ব ভ
- ড ঢ
অঘোষ ধ্বনি : আর যে সব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাদেরকে অঘোষ ধ্বনি বলে। যেমন, ক, খ, চ, ছ- এগুলো অঘোষ ধ্বনি।
ঘোষ ধ্বনি : যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, অর্থাৎ গলার মাঝখানের উঁচু অংশে হাত দিলে কম্পন অনুভূত হয়, তাদেরকে ঘোষ ধ্বনি বলে। যেমন, গ, ঘ, জ, ঝ- এগুলো ঘোষ ধ্বনি।
উৎসঃ নবম দশম শ্রেণীর বাংলা ব্যকরণ বই, পৃষ্ঠা নংঃ ২২।