সঠিক উত্তর হচ্ছে: কক্সবাজার
ব্যাখ্যা: দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ তথা SEA-ME-WE-6 নামে তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ। সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত সংযুক্ত এ কেবলটি ভারত মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর হয়ে ভূমধ্যসাগর অবধি বিস্তৃত হবে। প্রকল্পটির বাস্তবায়ন সময়সীমা ২০২০-২০২৪ সাল পর্যন্ত। এই কেবল থেকে বাংলাদেশ মোট ১০ টেরাবাইট ব্যান্ডউইথ ইন্টারনেট পাবে। উল্লেখ্য, বাংলাদেশ ২০০৬ সালে SEA-ME-WE 4 এবং ২০১৭ সালে SEA-ME-WE-5 কনসোর্টিয়ামে যুক্ত হয়।