সঠিক উত্তর হচ্ছে: লোচন দাস
ব্যাখ্যা: চৈতন্যদেব নিজে কোন সাহিত্য রচনা করেনি। তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। তার ভাবশিষ্যরা তার জীবনী লিপিবদ্ধ করেছেন যা বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করেছে। বৃন্দাবন দাস প্রথমে জীবনী রচনা করেন \'চৈতন্যভাগিবত\' নামে। লোচনদাস রচনা করেন \'চৈতন্যমঙ্গল\'। সবচেয়ে বিখ্যাত কাব্য \'চৈতন্যচরিতামৃত\' রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ।