নিচের অপশন গুলা দেখুন
- ১৮৩০
- ১৮৩১
- ১৮৩৬
- ১৮৩৯
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত ‘সংবাদ প্রভাকর’ পত্রিকাটি বাংলা সাহিত্যের সবচেয়ে আলোচিত পত্রিকাগুলোর মধ্যে অন্যতম।
এটি ৩ ধাপে প্রকাশিত হয়।
যথা -
১. প্রথমবার ১৮৩১ সালে \'সংবাদ প্রভাকর\' প্রকাশিত হয় - ১৮৩১ সালের ২৮ জানুয়ারি।
পত্রিকাটি তখন সাপ্তাহিক আকারে প্রকাশিত হয়। কিছুদিন পর এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।
২. দ্বিতীয় দফায় বারত্রৈয়িক আকারে ১৮৩৬ সালের ১০ আগস্ট প্রকাশিত হয়।
অর্থ্যাৎ প্রতি সপ্তাহে ৩বার প্রকাশিত হতো।
৩. পরবর্তীতে সংবাদ প্রভাকর ১৮৩৯ সালের ১৪ জুন দৈনিক পত্রিকারূপে প্রকাশিত হয়।
এটিই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।