সঠিক উত্তর হচ্ছে: রে টমলিনসন (যুক্তরাষ্ট্র)
ব্যাখ্যা: ই-মেইল এর জনক রে টমলি সন। ১৯৭১ সালে \'qwertyuiop\' এই টেক্সটটি \'রে টমলি সন \' পরিক্ষামূলকভাবে নিজের কাছেই প্রথম ইমেইল প্রেরণ করে। এছাড়া ইমেইলের মাঝখানে \'@\' এর প্রথম ব্যবহার করে আরো বিশেষ কিছু কারনে ইমেইলের জনক হিসাবে তাকে গন্য করা হয়।