সঠিক উত্তর হচ্ছে: উওরপদ
ব্যাখ্যা: দ্বিগু শব্দটির আক্ষরিক অর্থ হল ‘দুটি গরু’। কিন্তু ব্যাকরণ সম্মত অর্থ হল ‘দুটি গরুর মূল্যে কেনা’। শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকলে এবং সমাহার বুঝালে যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। মূলত সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের সমাসই দ্বিগু সমাস। দ্বিগু সমাসে উওরপদ অর্থ প্রধান হয়।