সঠিক উত্তর হচ্ছে: শাত-ইল আরব নিয়ে বিরোধ অবসান
ব্যাখ্যা: শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানকল্পে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন স্বাক্ষর করেন। তবে চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাতিল আরবকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়ে। সম্প্রতি ইরান ও ইরাক পুনরায় আলজিয়ার্স চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে। (সূত্রঃ Hello BCS লেকচার এবং আনাদুলু এজেন্সি)