সঠিক উত্তর হচ্ছে: সান্ধ্য ভাষা
ব্যাখ্যা: হরপ্রসাদ শাস্ত্রি এ ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন \'আলো আঁধারি ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না\'।একারনেই এ ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয়।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]