সঠিক উত্তর হচ্ছে: প্রবন্ধগ্রন্থ
ব্যাখ্যা: হৃৎ কলমের টানে - সৈয়দ শামসুল হকের প্রবন্ধ গ্রন্থ। এর দুইটি খন্ড যা যথাক্রমে ১৯৯১ ও ১৯৯৫ সালে প্রকাশিত হয়। তার কাব্যনাট্য - পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুলদীনের সারাজীবন, এখানে এখন, ঈর্ষা ইত্যাদি। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।