সঠিক উত্তর হচ্ছে: গিয়াসউদ্দিন আযম শাহ
ব্যাখ্যা: গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের রাজত্বকালে ইরানের কবি ফেরদৌসীর কাব্য অবলম্বনে শাহ মুহম্মদ সগীর \'ইউসুফ-জোলেখা\' কাব্য রচনা করেন। শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]