সঠিক উত্তর হচ্ছে: নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থঃ প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, তার আগে চাই সমাজতন্ত্র, চাষাভূষার কাব্য, দূর হ দুঃশাসন, ইসক্রা, মুজিব - লেনিন - ইন্দিরা, শিয়রে বাংলাদেশ, ‘দুঃখ করো না, বাঁচো, নিশিকাব্য ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।