সঠিক উত্তর হচ্ছে: কোলেনকাইমা
ব্যাখ্যা: অসমভাবে স্থূল কোশপ্রাচীর বিশিষ্ট সজীব সরল কলাকে কোলেনকাইমা বলে ।
\nযেসব স্থায়ী টিস্যু সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীরযুক্ত সজীব কোষ সমন্বয়ে গঠিত হয় তাকে প্যারেনকাইমা টিস্যু বলে।
\nযে সরল স্থায়ী টিস্যু অসমস্থূল কোষপ্রাচীরযুক্ত সজীব কোষ দ্বারা গঠিত, তাকে কোলেনকাইমা টিস্যু বলে।
\nপ্রোটোপ্লাজম বিহীন,লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে।\n