সঠিক উত্তর হচ্ছে: ১.৩৭ %
ব্যাখ্যা: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ঃ সাধারণ জনমিতিক পরিসংখ্যান\nবাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী বাংলাদেশের বর্তমান মোট জনসংখ্যা ১৬ কোটি ৮২ লক্ষ বা ১৬.৮২ মিলিয়ন।\n\n? জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭%\n? মোট জনসংখ্যায় পুরুষ ও মহিলা অনুপাতঃ ১০০.২ঃ১০০\n? জনসংখ্যার ঘনত্ব/বর্গকিলোমিটারঃ ১,১৮০ জন।\n\nপ্রতি ১০০০ জনে বাংলাদেশের স্থুল জন্মহার ১৮.১ জন, মৃত্যুহার ৫.১ জন এবং শিশু মৃত্যুহার ২১ জন।\n\n? মহিলা প্রতি প্রজনন হারঃ ২.০৪ জন\n? প্রত্যাশিত গড় আয়ুঃ ৭২.৮ বছর, পুরুষ ৭১.২ বছর ও নারী ৭৪.৫ বছর\n? জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হারঃ ৬৩.৯%\n\nঅর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী বাংলাদেশে দারিদ্রের হার ২০.৫% এবং চরম দারিদ্রের হার ১০.৫%\n\n? স্বাক্ষরতার হারঃ ৭৫.২% (পুরুষ-৭৭.৪% এবং নারী-৭২.৯%)\n? মোট শ্রমশক্তিঃ ৬.৩৫ কোটি; পুরুষঃ ৪.৩৫ কোটি ও নারীঃ ২ কোটি\n? খাত অনুযায়ী শ্রম শক্তিতে নিয়োজিতঃ কৃষি – ৪০.৬%; শিল্প – ২০.৪%; সেবা – ৩৯%