সঠিক উত্তর হচ্ছে: আল মাহমুদ
ব্যাখ্যা: \'দৈনিক গণকন্ঠ\' পত্রিকার সম্পাদক ছিলেন আল মাহমুদ।
মীর আবদুস শুকুর আল মাহমুদ, যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত।
তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
-লোক লোকান্তর,-
-কালের কলস,-
-সোনালী কাবিন,
-পাখির কাছে ফুলের কাছে,
-অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ।
-ডাহুকী,
-উপমহাদেশ,
-আগুনের মেয়ে,
-চেহারার চতুরঙ্গ,
-কাবিলের বোন ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
-পানকৌড়ির রক্ত,
-সৌরভের কাছে পরাজিত,
-গন্ধবণিক,
-ময়ূরীর মুখ তাঁর রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।