সঠিক উত্তর হচ্ছে: ষ
ব্যাখ্যা: ব্যঞ্জন বর্ণের পাঁচটি বর্গের প্রথম দুটি ধ্বনি এবং শ, ষ, স এগুলোর উচ্চারণকালে অঘোষজনিত ঘোষ বা শব্দ সৃষ্টি হয় না বলে এগুলোকে অঘোষ ধ্বনি বলে৷
এদেরকে শ্বাসধ্বনিও বলে৷ ক, খ (ক-বর্গ); চ, ছ (চ-বর্গ); ট, ঠ (ট-বর্গ); ত, থ (ত-বর্গ); প, ফ (প-বর্গ)৷
উৎসঃ বাংলা ব্যকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি৷