সঠিক উত্তর হচ্ছে: ব্রজাঙ্গনা
ব্যাখ্যা: মাইকেল মুধুসূধন দত্ত রচিত রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্যের নাম \'ব্রজাঙ্গনা\'। এটি ১৮৬১ সালে প্রকাশিত হয়। \'ব্রজাঙ্গনা\' কাব্যের কবিতাগুলো ওড জাতীয় গীতি কবিতা। কাব্যটির নায়িকা হলেন \'রাধা\'- \'রাধা\' সম্পর্কে মধুসূধন বলেছেন ‘Poor Old Mrs. Radha of Braja’( ব্রজের হতভাগিনী নায়িকা রাধা ).[তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]