সঠিক উত্তর হচ্ছে: মূল্যবোধ আইনের উপর প্রতিষ্ঠিত।
ব্যাখ্যা: মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি। মূল্যবোধ ন্যায়বোধ, নীতি ও ঔচিত্যবোধ হতে উৎসারিত। মূল্যবোধের শিক্ষা সামাজিক অবক্ষয় রোধ করে। মূল্যবোধ আইনের উপর প্রতিষ্ঠিত নয়। এটি মানুষের বিবেক বোধের সাথে সম্পৃক্ত। [তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রথমপত্র, মো. মোজাম্মেল হক]