সঠিক উত্তর হচ্ছে: কুহেলিকা
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম এর তিনটি উপন্যাস-
- বাধন-হারা (১৯২৭)
- মৃত্যুক্ষুধা (১৯৩০)
- কুহেলিকা (১৯৩১)
- ১৯৩৪ বঙ্গাব্দে \'নওরোজ\' পত্রিকায় \'কুহেলিকা\' উপন্যাস প্রকাশ আরম্ভ হয়।
- গ্রন্থাকারে প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দে(১৯৩১)।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
- শিউলিমালা (১৯৩১) কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ।
- ঝিলিমিলি (১৯৩০) কাজী নজরুল ইসলামের নাট্যগ্রন্থ।
- যুগবানী (১৯২২) কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।