সঠিক উত্তর হচ্ছে: অধিকরণে ষষ্ঠী
ব্যাখ্যা: \'বাংলাদেশের\' শব্দটি অধিকরণ কারকে ৭মী বিভক্তি। এ, য়, তে এগুলো সপ্তমী বিভক্তি।\nক্রিয়া সম্পাদনের কাল,স্থান ও আঁধারকে অধিকরণ কারক বলে।\nযেমনঃ তিনি (ব্যাকরণে) পন্ডিত,\n(কাননে) কুসুমকলি সকলি ফুটিল ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই]