সঠিক উত্তর হচ্ছে: আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা: কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯ - ১৯৭৬) খ্রি। তার \'আনন্দময়ীর আগমনে\' কবিতাটি রচনার জন্য কারারুদ্ধ হন এবং এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। \'প্রলয়শিখা \' গ্রন্থের জন্য তিনি ৬ মাস কারাদণ্ডে দণ্ডিত হন। \' বিদ্রোহী\' কবিতা রচনার জন্য তিনি বিদ্রোহী কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।