সঠিক উত্তর হচ্ছে: উত্তরণ
ব্যাখ্যা: আবু নঈম মোহাম্মদ বজলুর রশিদ (জন্ম : ৮ মে ১৯১১ - মৃত্যু ৮ ডিসেম্বর ১৯৮৬ ) তিনি এএনএম বজলুর রশিদ নামে পরিচিত একজন বাংলাদেশী শিক্ষাবিদ, নাট্যকার, কবি, ঔপন্যাসিক ইত্যাদি ছিলেন।\nউনার রচিত নাটক গুলো হলঃ \nঝড়ের পাখি (১৯৫৯)\nযা হতে পারে (১৯৬২)\nউত্তরফল্গুনী (১৯৬৪)\nসংযুক্তা (১৯৬৫)\nত্রিমাত্রিক (১৯৬৬)\nশিলা ও শৈলী (১৯৬৭)\nসুর ও ছন্দ (১৯৬৭)\nউত্তরণ (১৯৬৯)\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]