সঠিক উত্তর হচ্ছে: সুলতান সিকান্দার শাহ
ব্যাখ্যা: গৌড়ের আদিনা মসজিদ সুলতানি আমলে নির্মিত একটি মসজিদ যা বর্তমানে পশ্চিমবঙ্গের মালদহ জেলার ফিরোজাবাদ গ্রামে অবস্থিত।
১৩৬৯ সালে মতান্তরে ১৩৭৩ সালে সুলতান সিকান্দার শাহ এটি নির্মাণ করেন।
আয়তনে মসজিদটি গোটা ভারতীয় উপমহাদেশের বৃহত্তম মসজিদ বলে বিবেচিত।
(সূত্রঃ বাংলাপিডিয়া)