সঠিক উত্তর হচ্ছে: একনায়কতান্ত্রিক
ব্যাখ্যা: সঠিক উত্তর একনায়কতান্ত্রিক।\n\nএকনায়কতন্ত্র হলো এমন শাসনব্যবস্থা, যাতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। একনায়কতন্ত্রকে সামাজিকভাবে নিকৃষ্ট শাসনব্যবস্থা হিসেবে দেখা হয়।এ শাসনব্যবস্থায় শাসকের আদেশই আইন হিসেবে গণ্য হয়।\n\n[তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ]